রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে ব্যবসায়ী-ভোক্তা অধিকারের সভা রোববার

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আগামীকাল রোববার ট্রেডিং করপোরেশন ভবনের (টিসিবি) অডিটোরিয়ামে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে বলে ভোক্তা অধিকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি। এতে সভাপতিত্ব করবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।

এ ছাড়া রাজধানীর সকল বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ সভায় উপস্থিত থাকবেন।