ওমিক্রন প্রতিরোধ,   আন্ত:মন্ত্রনালয় সভা ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট

করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রনয়নে আন্ত:মন্ত্রনালয় সভা ডেকেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলার (৩০ নভেম্বর) দুপুর সড়ে ১২ টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ দেশের চিকিৎসা বিজ্ঞানী, করোনা প্রতিরোধ সংক্রান্ত জাতীয় করিগরি কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানাগেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওমিক্রন’ প্রতিরোধে ওমিক্রন’ সংক্রমিত দেশ সমূহের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন,  দেশে আসা সকল যাত্রীদের বন্দরসমূহে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং, সব ধরনের (সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত, বাড়ির বাইরে গেলে প্রত্যেক ব্যক্তিকে সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলা,  রেস্তোরাঁতে বসে খাওয়ার বিষয়ে বিধি নিষেধ আরোপ, জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হলথিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) নিয়ন্ত্রণ, মসজিদসহ সব উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত কর, দেশে আসা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইন, শিক্ষাপ্রতিষ্ঠাণে স্বাস্থ্যবিধি নিশ্চিত কর, ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা, উপসর্গলক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করোনা রোগীর আইসোলেশনে রাখা,অফিসে প্রবেশ এবং অবস্থানকালে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।