বিভাগ হবে পদ্মা ও মেঘনা নামে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ফরিদপুর বিভাগ হবে পদ্মার নামে। আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। কুমিল্লা নাম দেওয়া হবে না। কারণ, কুমিল্লার নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিভাগের বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। দুটি নদীর নামে দুটি বিভাগ বানাব। একটা পদ্মা অন্যটা মেঘনা।

এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার দাবি জানান কুমিল্লা নামে বিভাগ দেওয়ার। কিন্তু প্রধানমন্ত্রী এর বিরোধিতা করেন। বলেন, ‘কু’ নাম দেব না। কুমিল্লা নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত।

সরকার প্রধান বলেন, কুমিল্লার নাম নিলেই মোশতাকের নাম মনে পড়ে যায়। তাই কুমিল্লার নাম আসবে না। এ ছাড়া অন্যান্য জেলাও চাইবে তাদের নামে হোক। তাই কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা। এটা আমার প্রস্তাব। তা ছাড়া ফরিদপুরের নামেও বিভাগ দিচ্ছি না। ফরিদপুর বিভাগ হবে পদ্মা নামে।

Related posts:

মমেক হাসপাতালের সিটিস্ক্যান মেশিন ১২ দিন পর সচল
করোনার কারনে খাদ্য সংকটের পথে পৃথিবী: জাতিসংঘ
৮ প্রতিষ্ঠানের ডিলারশীপ বাতিল করেছে টিসিবি
সহসাই কাটছে না বেসরকারি খাতে ঋণপ্রবাহে মন্দা
'শিক্ষা ও প্রযুক্তি' খাত থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্র এখন 'বিদ্যুৎ ও জ্বালানি' খাতে
নিয়মিত বাজার তদারকিতে ৯৫ প্রতিষ্ঠানকে ছয় লক্ষাধিক টাকা জরিমানা
ইভ্যালি পরিচালনায় কমিটির জন্য নাম প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের
রেমিট্যান্সে মন্দা দূর করতে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি
অভিবাসন ব্যবস্থায় সুশাসন নিশ্চিতে বহুমুখী কমূর্সচি নিয়েছে সরকার
দেশে আয় বৈষম্য বাড়ছে, নিয়ন্ত্রণ প্রয়োজনঃ ক্যাব সভাপতি গোলাম রহমান