সর্বোত্তম ফলন দিতে সক্ষম ধানের জাত শনাক্ত

সর্বোত্তম ফলন দিতে সক্ষম ধানের জাত শনাক্ত

ভোক্তাকন্ঠ ডেস্ক: ধান বিজ্ঞানীরা নতুন ধানের জাত উদ্ভাবনের পাশাপাশি কৃষকের মাঠে সর্বোত্তম ফলন দিতে সক্ষম এমন অনেকগুলো ধানের জাত শনাক্ত করতে সক্ষম হয়েছেন। মাঠ পর্যায়ে বিভিন্ন জাতের ফলনের তুলনা ও নিবিড় পরীক্ষা-নিরীক্ষার পর আমন এবং বোরো উভয় মৌসুমেই সেরা ফলন দেওয়া ধানের জাত শনাক্ত করেছেন তারা। এ জাতগুলো সারা দেশে সম্প্রসারণ করা গেলে চাষীদের উৎপাদন এবং মুনাফা উভয়ই বৃদ্ধি পাবে বলে মনে করছেন ধান বিজ্ঞানীরা। ২০২০-২১ অর্থবছরে ৩ কোটি ৮৭ লাখ টন চাল উৎপাদন করে…

বিস্তারিত