নাকে নেওয়ার করোনা টিকা উৎপাদন করবে ইনসেপটা

নাকে নেওয়ার করোনা টিকা উৎপাদন করবে ইনসেপটা

ভোক্তাকন্ঠ ডেস্ক: সুঁচবিহীন এবং নাকে নেওয়ার করোনা টিকা উৎপাদন করতে যাচ্ছে দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপটা ফার্মাসিউটিক্যালস। অত্যাধুনিক ইন্ট্রা-নাসাল প্রযুক্তি ব্যবহার করে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এবং যুক্তরাজ্যের বায়োমেডিকেল ফার্ম ভিরাকর্প অংশীদারিত্বের ভিত্তিতে এটি তৈরি হবে। এই টিকা ভিরাকর্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভাইরোলজিস্ট ড. মোহাম্মদ মুনিরের কাজের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে বলে ইনসেপটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ টিকা করোনা থেকে সুরক্ষার পাশাপাশি অন্যান্য এমন অনেক সুবিধাও দেবে-যেগুলো বর্তমানে বাজারে…

বিস্তারিত