নাটোরে করোনা টেস্টে ভোগান্তি, আরটি-পিসিআর স্থাপনের দাবি

নাটোরে করোনা টেস্টে ভোগান্তি, আরটি-পিসিআর স্থাপনের দাবি

নাটোরে যেভাবে করোনার নমুনা পরীক্ষার জট লেগেছে তাতে অগ্রাধিকার ভিত্তিতে একটি আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা অত্যান্ত জরুরি মনে করছেন ভুক্তভোগী ও নাটোরের সচেতন নাগরিকরা। অতি ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে নাটোরকে। প্রতিদিন গড়ে দেড়’শ থেকে দু’শ নমুনা সংগ্রহ করা হচ্ছে। করোনার নুমনা পরীক্ষার জেন এক্সপার্ট (GENE XPERT) মেশিন আছে মাত্র একটি। যাতে করোনার নুমনা পরীক্ষার সক্ষমতা মাত্র ১০ থেকে ১৫ টি। ফলে নমুনা পরীক্ষার জট লেগেই আছে। রেপিট এ্যান্টিজেন টেস্টের মাধ্যমে সামান্য কিছুর ফলাফল দেয়া…

বিস্তারিত