জোর পূর্বক সড়ক নির্মাণ, পথে বসছে জমির মালিকরা

জোর পূর্বক সড়ক নির্মাণ, পথে বসছে জমির মালিকরা

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়ন এলাকার হাজী আব্দুল গণি সওদাগরের খামার বাড়ির বাসিন্দা শামসুল হুদা মিন্টু। বাংলাদেশ জরিপে (বিএস) পৈত্রিক সূত্রে তার মালিকানাধীন প্রায় ২৬ শতাংশ জমি দখলে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। এই জমিতেই তারা নির্মাণ করছে সড়ক। বিএস জরিপও বলছে এগুলো সাধারণ মানুষের। এলজিইডি কর্তপক্ষের যদি সড়ক নির্মাণ করতে এই জমির প্রয়োজন হয় তাহলে তা অধিগ্রহণ করবে তারা, এটিই রাষ্ট্রের প্রচলিত নিয়ম। কিন্তু এই নিয়মকে বুড়ো আঙুলই দেখালো সরকারের এই উন্নয়ন সংস্থাটি।…

বিস্তারিত