তরমুজ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

তরমুজ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

তরমুজ ব্যবসায়ীরা তরমুজ কেনাবেচা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। গরম যত পড়বে তত তরমুজের চাহিদা বাড়তে থাকে। কিন্তু শনিবারে লকডাউন ঘোষণার পর থেকে বিক্রি শূন্যের কোঠায় জানান কয়েকজন ব্যবসায়ী। মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজারে ফল ব্যবসায়ী হাসেম আলী বলেন, ‘লকডাউনে বাজারে মানুষ আসতিছে না। এই ভরা গরমে যেইখানে তরমুজ বিক্রি কইরে ফুরায় যায়, সেইখানে গত দুদিন হাজিরাই উঠিনি। এ রকম চললি পুঁজি হারাতি হবে। ব্যবসা লাটে উঠবে।’মোট ৫০ হাজার টাকার তরমুজ এই মৌসুমে এনেছেন। প্রতিবছরের মতো এবারও…

বিস্তারিত