বই মেলায় নেই প্রাণ, প্রকাশকরা হতাশ

বই মেলায় নেই প্রাণ, প্রকাশকরা হতাশ

বিগত বছরগুলোর তুলনায় এ বছর বই মেলার আয়োজনটা ভিন্ন। কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে বই মেলার আয়োজন করলেও করোনায় সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। বই মেলার চারপাশটা বর্তমানে থমথম পরিবেশ। এ যেন মনে হচ্ছে জনশূন্য। ফলে বই প্রকাশকরা হতাশ। সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধের মধ্যেই চলছে বই মেলা। ২৩তম দিন আজ একুশের বইমেলার। বেলা ১২টায় মেলার দরজা খুললেও, প্রথম বেলায় পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি তেমন ছিল না। দুপুর গড়িয়ে বিকাল হলে লোক সমাগম বাড়তে থাকে, যদিও একে ভিড় বলা…

বিস্তারিত