কাগজের বোতলে কোকা-কোলা

বিশ্বখ্যাত পানীয় ব্র্যান্ড কোকা-কোলা প্রথমবারের মতো কাগজের বোতলে পরীক্ষামূলকভাবে পানীয় বাজারজাত শুরু করতে যাচ্ছে। প্লাস্টিকের ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যেই কাগজের বোতল ব্যবহারের উদ্যোগ নিয়েছে তারা।মূলত পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যই তাদের এই উদ্যোগ। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, শক্তিশালী কাগজের সেল দিয়ে এই বোতল তৈরি করেছে পাবোকো নামের ডেনিশ একটি প্রতিষ্ঠান। যদিও বোতলটিতে প্লাস্টিকের পাতলা লাইনার ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে হাঙ্গেরিতে কোকা-কোলা ফ্রুট ড্রিংক বাজারজাতে দুই হাজার বোতল ব্যবহার করা হবে। কোকা-কোলা…

বিস্তারিত