চীনের সার্ভার থেকে পরিচালিত হতো সুদের কারবার !

চীনের সার্ভার থেকে পরিচালিত হতো সুদের কারবার !

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিজিটাল মাইক্রোফাইন্যান্সের নামে অবৈধ সুদের কারবারে জড়িতরা ৩ থেকে ২৫ হাজার টাকা লোনের কথা বলা হলেও দেয়া হতো মাত্র ২১৫০ টাকা। অথচ লোক গ্রহীতাকে শোধ করতে হতো ৩হাজার টাকা। আর এটি পরিচালনা হতো চীনের সার্ভার থেকে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান। তিনি বলেন, সুদ কারবারের অ্যাপগুলোর মধ্যে রয়েছে- টাকাওয়ালা (পারসোনাল লোনস অনলাইন), র‍্যাপিড ক্যাশ, আমার…

বিস্তারিত