সুয়েজ খালে আটকে পড়া জাহাজ বাজেয়াপ্ত করল মিশর

সুয়েজ খালে আটকে পড়া জাহাজ বাজেয়াপ্ত করল মিশর

শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে না পারায় পণ্যবাহী জাহাজ এমভি এভার গিভেনকে বাজেয়াপ্ত করল মিশর সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না ক্ষতিপূরণ বাবদ ৯০০ মিলিয়ন ডলার মেটানো হবে ততদিন এমভি এভার গিভেন মিশরের হেফাজতে থাকবে। আদালতের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে গত ২৩ মার্চ প্রায় চারটি ফুটবল মাঠের সমান এমভি এভারগ্রিন পণ্যবাহী জাহাজটি আটকে পড়েছিল সুয়েজ খালে। বালুঝড়ের কারণে বিশ্বের অন্যতম ব্যস্ততম এই জলপথে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়েছিল ২০০০০০…

বিস্তারিত