গুগলের ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন নিজের ছবি

ভোক্তাকণ্ঠ ডেস্ক: এবার ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সুবিধা নিয়ে এলো গুগল। গুগল সার্চ ইঞ্জিন চালু করলেই সাদা রঙের ব্যাকগ্রাউন্ড দেখা যায়। নিয়মিত একই ছবি দেখার বদলে চাইলেই গুগলের ব্যাকগ্রাউন্ডে পছন্দের ছবি যুক্ত করা সম্ভব। এমনকি নিজের কোনো ছবিও গুগলের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যায়। 

ক্রোম ব্রাউজার কাজে লাগিয়ে শুধু কম্পিউটার ব্যবহারকারীরা গুগলের ব্যাকগ্রাউন্ড নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন। কীভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক-

– এ জন্য প্রথমে কম্পিউটারে ক্রোম ব্রাউজার চালু করতে হবে।

– এরপর গুগল ট্যাবের নিচে থাকা কাস্টমাইজ ক্রোম বাটন অপশনে ক্লিক করুন।

– এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ছবি দেখতে পাবেন।

– এখানে চাইলে আপনার নিজের ছবি নির্বাচন করতে পারবেন।

– পছন্দের ছবি নির্বাচন করে ডান বা ওকে বাটনে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে।

– রিফ্রেশ ডেইলি টগল চালু করলে প্রতিদিন নতুন নতুন ব্যাকগ্রাউন্ড স্বয়ংক্রিয় ভাবে দেখা যাবে।

সূত্র: গুগল হেল্প।