বিনামূল্যে অ্যাকাউন্ট খুলবে না এক্স

ভোক্তাকণ্ঠ ডেস্ক: এখন থেকে আর বিনামূল্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। আগে ব্লু টিক পাওয়ার জন্য নির্দিষ্ট সাবস্ক্রিপশন চালু করেছিল সংস্থাটি। এবার অ্যাকাউন্টে কিছু পোস্ট করার আগেই দিতে হবে ১ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১০ টাকা।

এবার এমনই ঘোষণা দিলেন এক্সের মালিক ইলন মাস্ক।

এই নতুন প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ‘নট অ্যা বট’। অর্থাৎ বট ইউজার রুখতেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মূলত সম্প্রতি বট বা রোবট ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে সংস্থাটি। গত বছর টুইটার কেনার সময়ই বট ব্যবহারকারী চিহ্নিতকরণের দাবি তুলেছিলেন ইলন মাস্ক।

‘নট অ্যা বট’ একটি সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল। যেখানে ১ ডলার চার্জ রাখা হয়েছে। তবে এই চার্জ পুরোনো ব্যবহারকারীদের দিতে হবে না। যেসব মানুষ নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের এই টাকা দিতে হবে। প্রাথমিক ভাবে নিউজিল্যান্ড এবং ফিলিপাইনের ব্যবহারকারীদের জন্য এই নিয়ম করেছে সংস্থাটি। ধীরে ধীরে সব ব্যবহারকারীদের জন্য এই নিয়ম চালু হবে।

সূত্র: টেকক্রাঞ্চ।