ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট উদ্বোধন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আনুষ্ঠানিক ভাবে চালু হলো। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তার মাধ্যমে এ রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ফ্লাইটটি বেলা ১২টা ৫০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে রওয়ানা হয়ে পৌঁছায় স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৬৩ সপ্তাহে প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে এবং চেন্নাই থেকে ফ্লাইট বিজি৩৬৪ স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে চেন্নাই ফ্লাইট পরিচালিত হচ্ছে। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারবেন বলে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম।