রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

ভোক্তাকণ্ঠ ডেস্ক: অবরোধে দূরপাল্লার বাস সীমিত থাকায় রেল স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছেই। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকার বাইরে থেকে আসা ট্রেনে যাত্রী স্বাভাবিকের চেয়ে বেশি দেখা গেছে।

সকালে ফিরতি ট্রেনগুলো সময়মত স্টেশনে পৌঁছেছে বলে জানিয়েছেন স্টেশনে কর্মরত একাধিক টিটি (টিকিট কালেক্টর)।

ভোর ৬টায় উত্তরবঙ্গের ট্রেন ধূমকেতু এক্সপ্রেস যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এরপর সকাল থেকে প্রতিটি ট্রেন শিডিউল অনুযায়ী ছেড়ে যেতে দেখা গেছে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চট্টগ্রামগামী যাত্রী আব্দুল হাকিম আবির বলেন, একটি বিশেষ কাজে কক্সবাজার যেতে হচ্ছে। বাস দিনে একটিও নেই। তাই চট্টগ্রামের সোনার বাংলা এক্সপ্রেসে উঠেছি। চট্টগ্রাম গিয়ে বাসে কক্সবাজার যাব।

নির্ধারিত সময় সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়। এ ট্রেনটিতে নির্ধারিত আসনের চেয়ে অনেকে স্ট্যান্ডিং টিকিট কেটেও উঠেছেন শেষ মুহূর্তে। এছাড়া নির্ধারিত সময়ে অন্য রুটের ট্রেনগুলো ছেড়ে যায়।

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কমলাপুরে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) দায়িত্ব পালন করছে। স্টেশনের প্রবেশমুখ থেকে শুরু করে টিকিট কাউন্টার হয়ে ট্রেনে গিয়ে ওঠা পর্যন্ত তিন জায়গায় আরএনবি এবং জিআরপি সদস্যরা রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, অবরোধে ট্রেনের কোনো সময়সূচি পরিবর্তন হয়নি। ট্রেন সময়মতো চলছে।