সেন্টমার্টিনগামী ২ জাহাজকে লক্ষাধিক টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানী জেটি ঘাট হয়ে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী দুটি জাহাজকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।

অভিযানে বার আউলিয়া জাহাজকে এক লাখ টাকা এবং কর্ণফুলি জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, বার আউলিয়া জাহাজে ধারণ ক্ষমতার অতিরিক্ত ২৫০ জন যাত্রী ও কর্ণফুলি জাহাজে ধারণ ক্ষমতার অতিরিক্ত ১০০ পরিবহন করছিল। একইসঙ্গে বার আউলিয়া জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে আগত পর্যটকদের হয়রানী-নাজেহালের অভিযোগ ছিল। ফলে জরিমানা করে তাদেরকে সর্তক করা হয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ শুরু হওয়ায় নৌ বাহিনীর ইনানী জেটি দিয়ে জাহাজযোগে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক আসা যাওয়া শুরু করে।