বোয়ালখালীতে ২ প্যাথলজি সিলগালা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধ দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ জুন) বিকেলে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে বোয়ালখালীতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধে অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পৌরসভার অলি বেকারি মোড়ের মরিয়ম নূর দাতব্য চিকিৎসালয়ে তালা লাগিয়ে পালিয়ে যান সংশ্লিষ্টরা। এজন্য তাদের বৈধতার বিষয়ে জানা যায়নি।

তাহমিনা আকতার বলেন, তবে বোয়ালখালী পৌরসভার চৌধুরী হাটের মেট্রো ক্লিনিক্যাল প্যাথলজি ও উপজেলার জোটপুকুর পাড়ের হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সিলগালা করা হয়েছে।