পরিবেশ সম্মতভাবে কোরবানির পশুর বর্জ্য অপসারণের আহবান পরিবেশ মন্ত্রণালয়ের

পরিবেশ দূষণ রোধ করতে এই মহামারিকালে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশু কোরবানি ও কুরবানি করা পশুর বর্জ্য সুষ্ঠু ভাবে অপসারণে সরকারি-বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়।

ভার্চুয়ালী অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় পরিবেশ সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এ আহবান জানানো হয়। এই সভার আয়োজন করা হয় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুরবানি করা পশুর বর্জ্য সুষ্ঠু ভাবে ব্যবস্থাপনা ও অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করতে করণীয় বিষয় গুলি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব ( জলবায়ুপরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব ( পদূনি) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো.আশরাফ উদ্দিনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও পরিবেশ অধিদপ্তর ফেস বুক বুস্টিং ও মোবাইলে মেসেজের মাধ্যমে এ সংক্রান্ত বার্তা জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের মসজিদসমুহে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মসজিদের ইমামদেরকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে করণীয় সম্পর্কে জুম্মার নামাজে বক্তব্য রাখার আহবান জানানো হয়।

একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সকল বেসরকারি চ্যানেলে এ বিষয়ে তথ্য সম্বলিত বার্তা ও স্পেশাল বুলেটিন প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মহানগরের কুরবানির আবর্জনা অপসারণে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানানো হয়।

Related posts:

জাতিসংঘ সদরদপ্তরে বঙ্গবন্ধুকে উৎসর্গ একটি বেঞ্চ উন্মুক্ত করলেন প্রধানমন্ত্রী
বাইরের উসকানি থেকে শ্রমিকদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
খাদ্য উৎপাদন বাড়াতে গবেষণায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
১ বিলিয়ন ডলারের খাদ্য সহায়তার আহ্বান দরিদ্র জনগোষ্ঠীর জন্য
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানোর অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা
সবাইকে কাজ করতে হবে, দেশটা কারও একার নাঃ মনজুর মোহাম্মদ শাহরিয়ার
২৬ ফেব্রুয়ারি ১ কোটি মানুষ পাবেন করোনার টিকা : স্বাস্থ্যমন্ত্রী
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের পর পরই সংক্রমণ বাড়বে, কোনো সন্দেহ নেই