গ্র্যামির মঞ্চে ভারতের কৃষক আন্দোলন

বিশ্বের সবথেকে বড় সঙ্গীত পুরস্কার মঞ্চ হলো গ্র্যামি।আর এই গ্র্যামির মঞ্চেই  ভারতের কৃষক আন্দোলনের ঢেউ এ বার আছড়ে পড়ল।  লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২১-এর রেড কার্পেটে মুখে বিশেষ মাস্ক পরে বিক্ষোভরত ভারতে কৃষক আন্দোলন নিয়ে এবার সরব হলেন কানাডিয়ান ইউটিউবার লিলি সিং৷বিশ্ববন্দিত গ্র্যামি পুরস্কারে কালো রঙের মাস্ক পরে গেলেন তিনি, যাতে লেখা ছিল, ‘আই স্ট্যান্ড উইথ ফার্মার্স।’  মাস্ক পরা একটি ছবি টুইটারে পোস্ট করে লিখলেন, ‘আমি জানি লাল কার্পেট কিংবা পুরস্কার অনুষ্ঠান সবথেকে বেশি কভার করে সংবাদমাধ্যম। তাই তাদের বলছি, এ ছবি তুলে নাও।’ ছবিটির সঙ্গে ‘#IstandWithFarmers’ ও ‘#GRAMMYs’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন লিলি যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

গত মাসে, আন্তর্জাতিক পপ আইকন রিহানা প্রতিবাদী কৃষকদের সাথে সংহতি প্রকাশের পরে একটি বিশাল বিতর্ক শুরু হয়েছিল। এছাড়াও জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ এবং পর্ন স্টার মিয়া খালিফা কৃষক আন্দোলনের প্রতি সরব হন। তারপরেই ঝড় উঠেছিল দেশের মাটিতে৷ বিরোধীরা সেই পোস্টগুলিকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেও, ভারত অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক ক্ষেত্রের ব্যক্তিত্বদের মতপ্রকাশ ভালো ভাবে নেয়নি কেন্দ্রীয় সরকার ৷ তাঁর উদ্যোগে সমর্থন এবং অভিনন্দন জানিয়েছেন কৃষি আন্দোলনের বরাবরের সমর্থক অভিনেত্রী স্বরা ভাস্কর। হাততালির ইমোজি দিয়ে তিনি লিখলেন, ‘ভারতীয় কৃষকদের আন্দোলনকে গ্র্যামিতে নিয়ে গেলেন লিলি।’ স্বরা ছাড়াও শ্রুতি শেঠ, মডেল আমান্ডা সের্নি, ডব্লুডব্লুই কুস্তিগির সুনীল সিং শেঠ লিলিকে সমর্থন করে কমেন্ট করেছেন।