বাংলাদেশসহ ৩ দেশে ফ্লাইট পরিচালনা স্থগিত

মহামারি করোনাভাইরাসের কারণে এশিয়ার তিনটি দেশে যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন্স। আগামী ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে কোনো যাত্রী নেবে না বলে দুবাই ভিত্তিক এই এয়ারলাইন্সটি। এমিরেটস তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এর আগে, আগামী ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস।

গত ১৪ দিনে ৩ দেশ হয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য সংযুক্ত হয়েছেন তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে না।

তবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক,গোল্ডেন ভিসাধারী এবং কূটনৈতিক মিশনের সদস্যগণ যারা করোনার বিধি মেনে চলেছেন তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে।

উল্লেখ্য,গত সপ্তাহে আবুধাবি ভিত্তিক এয়ারলাইন্স ইতিহাদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে।

আরো সংবাদ দেখুন: কোরবানিরনীত্যপণ্যে দাম