বিশ্বে কমেছে করোনার সংক্রমণ, মৃত্যু পাঁচ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারিতে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ১৩১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৯৩ হাজার ৮২৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১০ হাজার ১৬ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ২২৮ জনে।

২৪ ঘণ্টায় বিশ্বে সুস্থ হয়েছেন ১৪ লাখ দুই হাজার ২১৭ জন। শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৯২ লাখ ৯৮ হাজার ৮১৭ জন।

শনিবার (১৯ মার্চ) সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭২১ জন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৯৭ হাজার ১৩৬ জনে। এসময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ২৩৬ জনের। এ নিয়ে শনাক্ত বেড়ে পৌঁছেছে আট কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৫৯০ জনে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন চার লাখ সাত হাজার ১৭ জন এবং মারা গেছেন ৩০১ জন। মহামারি শুরুর পর থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮৬ লাখ ৫৭ হাজার ৬০৯ জন এবং মারা গেছেন ১১ হাজার ৭৮২ জন।

দক্ষিণ কোরিয়ার পরপরই গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। সেখানে একদিনে শনাক্ত হয়েছেন দুই লাখ ৮৪ হাজার ৫০ জন এবং মারা গেছেন ২১৭ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৫৭৫ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ২৮৯ জনের।রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫২৪ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন তিন লাখ ৬৩ হাজার ৫৬৩ জন।

শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৭৫৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত দুই কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৩৯৭ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৮৬৭ জনের।

শনাক্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৯ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন এক হাজার ৯০৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৩০ লাখ পাঁচ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ৩৮১ জন।

গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৮৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এ দেশটিতে মৃত্যু হয়েছে তিন লাখ ২১ হাজার ৮০৬ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৬ লাখ ২৪ হাজার ৯৫৪ জনের।

তুরস্কে একদিনে শনাক্ত ১৯ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ১২৩ জন। এসময়ে ইতালিতে শনাক্ত ৭৬ হাজার ২৫০ জন এবং মারা গেছেন ১৬৫ জন, ইন্দোনেশিয়ায় শনাক্ত নয় হাজার ৫২৮ জন এবং মৃত্যু হয়েছে ১৯৯ জনের, ফ্রান্সে শনাক্ত এক লাখ ৪০ হাজার ৮৪১ জন এবং মারা গেছেন ১১২ জন, জাপানে নতুন শনাক্ত ৫৫ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ১৬৪ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন শনাক্ত ৯০ হাজার ৩৪৯ জন এবং মারা গেছেন ১২৫ জন। একইসময়ে পোল্যান্ডে শনাক্ত ১১ হাজার ৬৬০ জন এবং মৃত্যু হয়েছে ১০৭ জনের।

অন্যদিকে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ফিলিপাইনে ১১৯ জন, কানাডায় ৪৬ জন, হংকংয়ে ২৬৫ জন, ইউক্রেনে ৬৫ জন, আর্জেন্টিনায় ৭৬ জন, ইরানে ৯১ জন, মালয়েশিয়ায় ৫৯ জন, চিলিতে ৯৩ জন এবং থাইল্যান্ডে ৮০ জনের মৃত্যু হয়েছে।