বাড়তে পারে রাতের তাপমাত্রা, চৈত্রের শুরুতে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

এরই মধ্যে সর্বোচ্চ অর্থাৎ দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। কোনো অঞ্চলে তাপমাত্রার ৩৬ পেরোলেই শুরু হবে মৃদু তাপপ্রবাহ।

সোমবার (১৪ মার্চ) দিনের তাপমাত্রা না বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাঙ্গামাটি ও সিলেটে।

সোমবার ফাল্গুন মাসের ২৮ তারিখ। চৈত্রের শুরুতে তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগাম তিনদিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, পরবর্তী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।