একদিনে একাধিক চাকরির পরীক্ষা নয়, আসছে  সার্কুলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, চাকরি প্রত্যাশীদের একই দিনে একাধিক পরীক্ষা দেয়া কষ্ট করা। এ  সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেছেন, এ বিষয়ে দ্রুত  আমরা একটি সার্কুলার দেব। সেখানে বিস্তারিত উল্লেখ করা হবে।

করোনা মহামারি কারণে দীর্ঘ দিন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধ ছিল। সরকার এ ক্ষেত্রে কিছুটা বয়স শিথিল করায় পর, সরকার প্রায় সব প্রতিষ্ঠান তাদের বকেয়া পরীক্ষাগুলো দ্রুত শেষ করতে চাচ্ছে। একরণে একই দিন একাধিক প্রতিষ্ঠান পরীক্ষার রুটিন প্রকাশ করছে। ফলে বিপাকে পরেছেন পরীক্ষার্থীরা।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল-বিকেল সরকারি বিভিন্ন দপ্তরের ১৪টি চাকরির পরীক্ষা পড়েছে। অতীতেও একই দিনে একাধিক চাকরির পরীক্ষা রয়েছে। ফলে চাকরি প্রত্যাশীদের অনেকেই টাকা খরচ করে আবেদন করা পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হবে না।

অপরদিকে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, আপাতত যতদিন চাকরির পরীক্ষা বেশি থাকবে, ততদিন শুক্রবার-শনিবার নিয়োগ পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

অন্যান্য পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, আমাদের সমন্বয়ের জায়গা নেই। এটা যদি থাকত, তাহলে অন্তত সরকারি চাকরির পরীক্ষাগুলোর তারিখ কেন্দ্রীয়ভাবে ঠিক করা যেত।