১৩০ কোটি ডলারের সফটওয়্যার রফতানি

ভোক্তাকণ্ঠ ডেস্ক

২০২০-২১ অর্থবছরে ১৩০ কোটি ডলারের (১.৩ বিলিয়ন ডলার) সফটওয়্যার ও সেবাপণ্য রফতানি করেছে বাংলাদেশ। যা টার্গেট থেকে ২০ কোটি ডলার কম হয়েছে। টার্গেটের কাছাকাছি যাওয়াতে সন্তোষ প্রকাশ করেছেন দেশের সফটওয়্যার ও সেবাপণ্যের নির্মাতাদের সংগঠন বেসিস।

সূত্র জানায়, বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রফতানি করে। তবে করোনা কালে ৬ মাস প্রায় বন্ধ ছিল সফটওয়্যার রফতানি । তবে এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আফ্রিকার কয়েকটি দেশ। অপরদিকে নতুন কিছু প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়েছে দেশে। এরমধ্যে আইওটি অন্যতম।

এ ছাড়া বেসিসের আয়োজনে হতে যাচ্ছে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড। নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ প্রতিযোগিতাও সামনে আসছে। এই দুটো অনুষ্ঠান নিয়ে আশাবাদী বেসিস।