হেলমেট আর মাস্ক পরায় মিলছে পুরস্কার

হেলমেট ও মাস্ক পরলেই পেট্রল মিলছে বিনামূল্যে। বিশ্বাস হচ্ছে না! গল্প নয় একেবারে সত্যি। এমনটাই ঘটেছে ভারতের বর্ধমানে। হেলমেট ও মাস্ক পরা বাইক আরোহীদের হাতে তুলে দেওয়া হল ৫০০ মিলিলিটার পেট্রল। শুধু তাই নয়, বৃক্ষরোপণ করার পর সেই ছবি যাঁরা দেখাতে পেরেছেন, পুরস্কার হিসেবে তাঁদের ৫০০ মিলিমিটার সরষের তেলও (Mastard Oil ) দেওয়া হয়েছে বিনামূল্যে। হেলমেট আর মাস্ক পরায় মিলছে পুরস্কার

করোনা (Coronavirus) কালে মাস্ক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষার তাগিদে এই অভিনব উদ্যোগ নিয়েছে মেমারির এক স্বেচ্ছাসেবী সংস্থা। সোমবার বর্ধমানের রেলওয়ে ওভারব্রিজের উপরে এই কর্মসূচি পালন করা হয়। পঞ্চাশজন বাইক আরোহীকে বিনামূল্যে পেট্রল ও ১০ জনকে সরষের তেল দেওয়া হয়। পথ নিরাপত্তার তাগিদে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি অনেক দিনের। নানা ভাবে তার প্রচার চালানো হয়। এর পাশাপাশি কোভিড (COVID-19) পরিস্থিতিতে মাস্ক পরাও খুবই জরুরি। সেই সচেতনতা বাড়াতেই স্বেচ্ছাসেবী সংস্থার এই বিশেষ উদ্যোগ।

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউয়ের (voktakantho.com)

কিছুদিন আগেই সাড়ম্বরে অরণ্য সপ্তাহ পালিত হয়েছিল। কিন্তু তারপরও তো পরিবেশের সুরক্ষা প্রয়োজন। আর তার জন্য বৃক্ষরোপণ করা আবশ্যক। সেই তাগিদেই সরষের তেল দেওয়ার উদ্যোগটি নেওয়া হয়েছে। পথচলতি যে মানুষজন বৃক্ষরোপণ করেছেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন, তাঁদের পুরস্কার হিসেবে ৫০০ মিলিলিটার সরষের তেল দেওয়া হয়েছে।

পথ সুরক্ষার (Road Safety ) যেমন প্রয়োজন আছে, তেমনই গুরুত্বপূর্ণ পরিবেশের সুরক্ষা। সেরকমই এমন সিদ্ধান্ত বদলে দিতে পারে আমাদের বাংলাদেশের পরিবহন ব্যবস্থা। ভারতে এরকম আয়োজন হতে পারলে আমাদের এখানেও আশা করি কেউ না কেউ এরকম ইনিসিয়াটিভ নিতেই পারে যার ফলে আমাদের পরিবহন ব্যবস্থায় আসতে পারে আমূল এক পরিবর্তণ এবং এতে সাধারণ মানুষ যেমন মাস্ক ও হেলমেট পরতে উৎসাহ পাবেন, তেমনই পরিবেশের গুরুত্ব বুঝতে পারবেন। হেলমেট আর মাস্ক পরায় মিলছে পুরস্কার