দাম বেড়েছে মাছের, সবজিতে স্বস্তি

সবজির দাম কিছুটা কমেছে। গত ২ দিনের সবজির চড়া দামে বিক্রি হওয়ার পর আজ রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কমেছে।

তবে মাছের সরবরাহ কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে মাছ।

আজ শনিবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে সবজির কেজিপ্রতি অল্প দামে পাওয়া যাচ্ছে। অনেক সবজি কেজিপ্রতি ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে যা গত ২ দিন বিক্রি হয়েছে ৪০ টাকার কিংবা তার চেয়ে উপরে।

সবজি ব্যবসায়ীরা জানান, গত ২ দিন বন্ধ থাকার পর বেশিরভাগ দোকান খুলে গেছে। এছাড়া বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এসবের কারণে সবজির দাম কমেছে।

মাছ বাজারের চিত্র কিছুটা ভিন্ন। মাছ বাজারে বেশিরভাগ দোকান বন্ধ। কিছু দোকান খোলা থাকলেও তাদের কাছে সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে না।

চিংড়ির কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি। ঈদের আগে এই চিংড়ির কেজি ছিল ৬০০ থেকে ৬৫০ টাকা। এছাড়া রুইয়ের কেজি বিক্রি হচ্ছে ৩২০-৩৫০ টাকা। কেজিতে বেড়েছে প্রায় ১০০ টাকা।

মাছের বেশিরভাগ দোকান বন্ধ থাকায় আড়তেও মাছ কম আসছে। তবে আগামী সপ্তাহ থেকে মাছের বাজার স্বাভাবিক হয়ে যেতে পারে।