রাজধানীর মগবাজারে তদারকি অভিযান পরিচালিত

ঢাকা, ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবারঃ গতকাল বুধবার রাজধানী ঢাকার মগবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় কর্তৃক এক তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার তত্ত্বাবধানে, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আবদুল জব্বার মন্ডল তদারকি পরিচালনা করেন। এসময় বাসি শিক কাবাব, গ্রিলড মুরগী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রক্রিয়াকরণের অপরাধে ‘থ্রি স্টার রেস্তোরাঁ’কে ৭০ হাজার টাকা এবং বিস্কুট, পাউরুটি ও কেকের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ না থাকার অপরাধে লক্ষ্মীপুর ফুড কর্ণারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকালের অভিযানে হাতিরঝিল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন।