রাজবাড়ী জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান জোরালো

রাজবাড়ী, ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের চলমান বাজার তদারকি অভিযান অব্যহত রয়েছে। আজ জেলা কার্যালয়ের, সহকারী পরিচালকের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে এক তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

বাপ্পি সুপার আইসক্রিমের মোড়কে নেই কোন তথ্য

আজকের অভিযানে, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস রিফিল করে মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলায় ‘ইসলাম এন্টারপ্রাইজ’ ও ‘অরিন ইলেক্ট্রনিক্স’কে ধারা ৫২ অনুসারে যথাক্রমে ৩ ও ২ হাজার টাকা আরোপ ও আদায় করা হয়েছে। আজকের তদারকি অভিযানে উল্লেখিত তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শণ করে পরামর্শ দেওয়া হয় ও ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। আজকের অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ জেলা স্যানিটারি ইন্সপেক্টর রাজবাড়ী।