কুমিল্লার ইলিয়টগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান

কুমিল্লা, ৯ সেপ্টেম্বর সোমবারঃ আজ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী‌ প‌রিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে জেলার দাউদকা‌ন্দি উপজেলার ই‌লিয়টগঞ্জ বাজারে এক বাজার তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লিত হয়েছে।

অভিযানে, ওষুধের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্যের উল্লেখ না থাকায় মেসার্স নিউ ভুঁইয়া ফার্মেসী‌কে ৫,০০০ টাকা, মুল্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স সিরাজ ষ্টোরকে ৩,০০০ টাকা, মুল্য তা‌লিকা না রাখা ও ক্ষ‌তিকর রং মি‌শ্রিত পণ্য সংরক্ষণের অ‌ভিযোগে মেসার্স রতন ষ্টোরকে ৫,০০০ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা ও বিক্রয়ের অ‌ভিযোগে মেসার্স অ‌জিত মিষ্টান্ন ভাণ্ডারকে ৫,০০০ টাকাসহ মোট ৪ প্র‌তিষ্ঠানকে সর্বমোট ১৮,০০০ টাকা জ‌রিমানা আরোপ ও আদায় করা হয়।

একইসাথে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ‘ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯’ সম্প‌র্কে সচেতন করা হয়। আজকের বাজার তদারকি অভিযানে উপজেলা স্যা‌নিটা‌রি পরিদর্শক ও নিরাপদ খাদ্য প‌রিদর্শক সায়েদুর রহমান এবং এসআই নিজামের নেতৃত্বে গৌ‌রিপুর ফা‌ঁড়ি পু‌লি‌শ সদস্যর সা‌র্বিক সহযো‌গিতা করেন।