কুষ্টিয়ায় অ্যাপেক্সকে জরিমানা

কুষ্টিয়া, ৯ সেপ্টেম্বর সোমবারঃ নিম্নমানের জুতো বিক্রির দায়ে কুষ্টিয়ার এন,এস,রোডে অবস্থিত জুতোর দোকান অ্যাপেক্স‘কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে জানা গেছে, গত ৯ আগস্ট রাজু আহমেদ উল্লেখিত জুতোর দোকান থেকে ৯০০ টাকা মূল্যের এক জোড়া স্যান্ডেল ক্রয় করেন, ব্যবহারের মাত্র চারদিনের মাথায় তা নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। এমতাবস্থায় তিনি স্যান্ডেল ও ক্রয় রশিদ নিয়ে এন,এস, রোডের অ্যাপেক্স শোরুমে আসেন। শোরুম কর্তৃপক্ষ সেই স্যান্ডেল পরিবর্তন বা অর্থ ফেরত দেয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করেন।

এর প্রেক্ষিতে ভুক্তভোগী ক্রেতা রাজু আহমেদ জাতীয় ভোক্তা অধিদপ্তর, কুষ্টিয়া কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে তদন্ত সম্পন্ন হলে তা প্রমাণিত হওয়ায় আজ ৯ সেপ্টেম্বর অ্যাপেক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় একইসাথে অভিযোগকারী রাজু আহমেদকে নতুন স্যান্ডেল প্রদানের নির্দেশনা দেয়া হয়।