লাইসেন্স ছাড়া কাপড় তৈরি ও বিক্রি : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআইর সিএম লাইসেন্স না নিয়ে অবৈধভাবে কাপড় তৈরি, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) রাজধানীর রমনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অংশগ্রহণ করেন পরীক্ষক (টেক্সটাইল) মো. শরীফুল ইসলাম।

বিএসটিআইর পক্ষ থেকে জানানো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর রমনা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইর ‘কাপড়ে রং-এর স্থায়িত্বের’ অনুকূলে লাইসেন্স না নিয়ে বিভিন্ন পণ্য অবৈধভাবে বিক্রয় ও বাজারজাত করছে কাপড়ের ব্র্যান্ড প্রতিষ্ঠান সেলিব্রেশনস ও এম ক্রাফট। এসব অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related posts:

করোনায় সচেতনতা বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রনে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান
ভোক্তা অভিযোগ নিষ্পত্তি সহায়তায় কলসেন্টার গড়েছে ক্যাব
রাজধানীতে বাজার নিয়ন্ত্রনে সোচ্চার ভোক্তা অধিদপ্তর
সেবা নিতে এসে যেন হয়রানি শিকার না হয়, ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী
গাজীপুরের কাপাসিয়াতে বিশেষ অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের আগ্রহ ওয়াসার
নওগাঁয় ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ই-কমার্স প্রতিষ্ঠান : আলেশা মার্টের অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা
তেজগাঁও,পল্টন ও রামপুরা এলাকায় বাজার তদারকি
সিমেন্টের গোডাউনে ৯১২ লিটার ভোজ্যতেল