নওগাঁয় ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক: চলমান রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। এ সময় পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করায় ৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. শামীম হোসেন জানান, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মঙ্গলবাড়িয়া বাজারে ভোক্তা অধিকারের ৩৮ ধারায় আনোয়ার স্টোরকে ১ হাজার টাকা, লেবু স্টোরকে ১ হাজার টাকা, আশাদু জামান স্টোরকে ৫০০ টাকা, ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা ও শাহাদত স্টোরকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও বলেন, অর্থদণ্ডের পাশাপাশি বাজারের অন্য দোকানি-প্রতিষ্ঠানের মালিককে সর্তক করা হয়েছে। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান চলমান থাকবে।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও ধামইরহাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।