রাজবাড়ী জেলায় বাজার তদারকি অভিযান

রাজবাড়ী, ২৭ অক্টোবর রোববারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্ত্বে আজ বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কয়েকটি পেঁয়াজের আড়ৎ সরেজমিন তদারকি করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে কৃষি বীজ ঘরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ২,৫০০ টাকা ও মূল্য তালিকা প্রদর্শণ না করার দায়ে সততা ট্রেডার্সকে ধারা ৩৮ অনুসারে ১,০০০, সর্বমোট ৩,৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শণ করে পরামর্শ দেওয়া হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, জেলা আনসার ব্যাটালিয়ন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও বালিয়াকান্দি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, রাজবাড়ী। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কার্যালয়ের সহকারী পরিচালক।