কেবল টিভির সেট টপ বক্স লাগানোর সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে কেবল টিভির সেট টপ বক্স লাগানোর সরকারি সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে গত ২৭ অক্টোবর তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে কেবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতিতে রূপায়নের সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে। ফলে এই সময়ের মধ্যে এই দুই শহরের গ্রাহককে ‘সেট টপ বক্স’ নিতে হবে। তা না হলে কেবল টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে।

Related posts:

 সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১০৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
ফরিদপুরে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রিঃ অভিযোগকারীর ২৫ হাজার টাকা প্রাপ্তি
জলবায়ু প্রকল্পে প্রভাবশালীরাই উপকারভোগী
রমজান মাসে একসঙ্গে বেশি নিত্যপণ্য না কেনার আহ্বান ক্যাব উপদেষ্টার
অন্য ওষুধ লিখে তা বিক্রির অভিযোগ: জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
দেশে পর্যাপ্ত নিত্যপণ্য মজুদ রয়েছে, মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান
যাত্রীবাহী নৌযানের ভাড়া পূন:নির্ধারণ করে প্রজ্ঞাপন
অধিক মূল্যে পণ্য বিক্রি করায় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
শর্তহীন ক্ষমা প্রার্থনা চাইলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান
ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক হবে ফাইভ-জি