ফরিদপুরে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রিঃ অভিযোগকারীর ২৫ হাজার টাকা প্রাপ্তি

ফরিদপুর, ২১ আগস্ট বুধবারঃ ফরিদপুর সদরের ঝিলটুলি এলাকার উত্তর কালীবাড়ি রোডে শিশু হাসপাতালের সামনে অবস্থিত বর্ণ ড্রাগ হাউজ নামের একটি ফার্মেসি দীর্ঘদিন যাবত, শিশু চিকিৎসায় ব্যবহৃত Sterile JMI BURET SET 100ml এর MRP ট্যাগ টেম্পারিং করে ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা করে বিক্রি করছিল।

পণ্যের গায়ে লেখা প্রকৃত মূল্য কালি দিয়ে ঢেকে রাখা হয়েছিল বর্ণ ড্রাগ হাউজে

দীর্ঘদিন যাবত এমন অসাধু চর্চা জারি রাখলেও, এবারই প্রথম একজন ভোক্তা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররের ফরিদপুর কার্যালয়ে। অভিযোগের প্রেক্ষিতে, অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স বর্ণ ড্রাগ হাউজে অভিযান পরিচালনা করা হয়। তদারকি অভিযানে এ ধরনের টেম্পার্ড ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত পণ্য জব্দ করা হয়।

বর্ণ ড্রাগ হাউজ নিজেদের অপরাধ নিয়ে স্বীকারোক্তি প্রদানের ফলে ১ লক্ষ টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে অভিযোগকারীকে আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ প্রদান করা হয়েছে।