ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ ওষুধঃ জরিমানা আরোপ ও আদায়

ঝিনাইদহ, ২১ আগস্ট বুধবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডলের নেতৃত্বে গতকাল ২০ আগস্ট মঙ্গলবার, এক বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। তদারকি অভিযানে নেপার মোড়ে বাকোসপোতা বাজারে শিউলি ট্রেডার্সকে লালসালুতে সারের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ বালাইনাশক সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২৫০০০, মা ও শিশু (প্রাঃ) হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৫০০০ এবং নতুন প্যাকেটে নতুন ওষুধের সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে শাপলা ফার্মেসিকে ৫০০০ টাকা, সর্বমোট ৩৫০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর একাধিক ধারা অনুসারে জরিমানা করা হয়।

তদারকিকালে দেখা যায় মেসার্স মোল্লা ফার্মেসিতে সম্পুর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। ফার্মেসির মালিক মোঃ আখতারুজ্জামান আলম মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় বন্ধ করার লক্ষ্যে তাকে রাখা প্রতিটি প্যাকেটের গায়ে সহজে দৃশ্যমান হয় এমনভাবে কলম দিয়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখে রেখেছেন। এমন ব্যতিক্রমি উদ্যোগের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় বন্ধ করা সম্ভব। এজন্য তাঁদের সাধুবাদ জানানো হয়। গতকালের অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ মোখলেসুর রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন জেলা পুলিশ, ঝিনাইদহ।