শেয়ারবাজারে সূচক কমেছে

ভোক্তাকন্ঠ প্রতিনিধি: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ডাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬০ পয়েন্ট। অপরদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২৮ পয়েন্ট কমেছে।

আজ সোমবার দেশে লেনদেনের পরিমান বাড়লেও সূচক কমেছে। গতকাল মোট ১৪৩ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আজকের লেনদেনের পরিমান ছিল ১৯৭ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসই তে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত আছে ২৩০টির দর।

করোনা ভাইরাসের কারনে দেশের সব শেয়ারবাজার ৬৬ দিন বন্ধ থাকার পর গতকাল রোববার লেনদেন শুরু হয়। লেনদেন চালুর প্রথমদিনে সূচক উর্ধ্বমুখী ছিল।

আজ লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মুন্নু সিরামিকস, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ফার্মসিউটিক্যালস লিমিটেড ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।

অন্যদিকে সিএসইতে আজ মোট লেনদেনের পরিমান ৫ কোটি ৫০ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৪টির ও অপরিবর্তিত আছে ৬২টির দর।