শশার কেজি এক’শো লেবুর বাজার তেঁতো

ভোক্তাকণ্ঠ: রমজান ও কঠোর লকডাউনের শুরুতে বাজারে দ্রব‌্য  ‍মূ্ল‌্যের উর্দ্ধগতির লাগাম টেনে ধরা যাচেছ না।  অস্বাভাবিক বেড়ে বিভিন্ন পণ্যের দাম বাড়তিতেই আটকে রয়েছে। ৭০ থেকে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। শশার দাম একশো কেজিতে, আর লেবুতে আগুন। অন‌্য সবজিগুলোর দাম প্রায় একই রকম। ফলের দামও এখনো কমেনি।

বুধবার রোজার প্রথমদিনেই অস্বাভাবিক দাম বেড়েছে শসার। একদিনে দ্বিগুণ দাম বেড়ে শসার কেজি প্রায় একশ টাকা হয়ে গেছে। এর সঙ্গে প্রতি হালি লেবু ৮০ টাকা, পাকা টমেটো ৫০ টাকা ও বেগুনের দামও ১০০ টাকায় পৌঁছায়। বৃহস্পতিবারও (১৫ এপ্রিল) একই দামে এসব পণ্য বিক্রি হতে দেখা গেছে।

বাজারে শুধু গরুর মাংস বেঁধে দেয়া দাম কেজিপ্রতি ৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। নির্ধারিত দাম অনুয়ায়ী খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম হবে সবোর্চ্চ ৪০ টাকা, চিনি ৬৭ থেকে ৬৮ টাকা, ছোলা ৬৩ থেকে ৬৭ টাকা, মসুর ডাল উন্নতমানের হলে দাম হবে ৯৭ থেকে ১০৩ টাকা ও সাধারণ মোটা মসুর হলে ৬১ থেকে ৬৫ টাকা, খেজুর সাধারণ মানের ৮০ থেকে ১০০ টাকা এবং মধ্যম মানের ২০০ থেকে ২৫০ টাকা এবং সয়াবিন তেল লিটারে ১৩৯ টাকা। তবে এর মধ্যে পেঁয়াজ ছাড়া অন্যান্য সব পণ্যই বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে।

সূত্র: জাগোনিউজ২৪.কম

Related posts:

বাসের সিটিং এর নামে চিটিং ব্যাবসা বন্ধ হচ্ছে !!
‘অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে পণ্যের দাম বেড়েছে’
নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও সহনশীল রাখতে ভোক্তা আইন অগ্রণী ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী
এনার্জি ড্রিংকস অনুমোদনের উদ্যোগ, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা
ভেরিফিকেশনের জন্য পুলিশকে আবেদনকারীর বাসায় না যাওয়ার নির্দেশ
হাতে যা ধরছে সবই মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা অধিদপ্তরের জরিমানা
প্রস্তুকারক প্রতিষ্ঠান এবং ভোক্তা বনাম বাংলাদেশ
'আমাদের মূল্যস্ফীতি প্রবৃদ্ধির চেয়ে কম থাকতে হবে'
ই-বর্জ্য ফেরত নেবে উৎপাদনকারী, প্রণোদনা পাবেন ভোক্তা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: বাড়ছে ১০ টাকা কেজি চালের উপকারভোগী