গভর্নর নিয়োগে বিলম্ব

অনলাইন ডেস্ক: গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। তার শেষ কর্মদিবস ছিলো বৃহস্পতিবার। কিন্তু তৃতীয় মেয়াদে বাংলাদেশ ব্যাংকর গভর্নরের দায়িত্ব না নেওয়া পর্যন্ত ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান গভর্নরের প্রতিদিনের ডাক ফাইল দেখবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নতুন গভর্নর দায়িত্ব না নেওয়া পর্যন্ত দুই ডেপুটি গভর্নর বর্তমানে যেসব বিভাগ দেখাশোনা করেন তারা সেসব বিভাগের সিদ্ধান্ত নিজেরাই নেবেন।

“সবকিছু ঠিকই আছে। সংসদে আইনটি বিল আকারে পাস হলেই ফজলে কবির স্যার আবার নিয়োগ পাবেন।” বলেও জানানো হয়।

সরকার বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করে গভর্নর পদে ফজলে কবিরের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আইন সংশোধন করতে না পারায় তা কার্যকর করা যাচ্ছে না। এ কারণে শনিবার থেকে গভর্নরের পদটি শূন্য হয়ে যাচ্ছে।

ফলে ওইদিন থেকে নতুন মেয়াদে ফজলে কবিরকে নিয়োগ না দেয়া পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এস এম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল। তারাই নিজ নিজ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।