ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সেবা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত করেছে। এর মাধ্যমে অনলাইনে দ্রুত ট্রেড লাইসেন্স সেবা পাবেন বিনিয়োগকারীরা ।

মঙ্গলবার বিডি নিউজ টুয়েন্টিফোরের মাধ্যমে জানা যায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স রুমে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সেবার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, নির্ধারিত ফি দিয়ে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স পাওয়া যাবে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়বে।

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে ১২টি সংস্থার মাধ্যমে এখন ৪২টি সেবা প্রদান করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই ৩৫টি সংস্থার মাধ্যমে ১৫৪টি সেবা প্রদান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বলেন, “বিশ্ব বাজারে এখন আমাদের অনেক প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে। তাই অধিক হারে বিদেশী বিনিয়োগ অকর্ষণের জন্য উন্নত মানের বিনিয়োগ সেবার বিকল্প নেই।”

অনুষ্ঠানে বিডা’র পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের ওপর সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপন করেন ।