দুশ্চিন্তা ফুরাচ্ছে না গরু ব্যবসায়ীদের

করোনা সংক্রমণ রোধে ইতিমধ্যে পশুর হাট বন্ধ করেছে প্রশাসন। অনলাইনে গরু বিক্রয় আহ্বান প্রশাসনের। তবে অনলাইনে তেমন সাড়া না পাওয়ায় হতাশ গরু ব্যবসায়ীরা।

ঈদের আগে পশুর হাট খোলা নিয়ে দুশ্চিন্তায় খামারি ও গরু ব্যবসায়ীরা। তবে সবচেয়ে বেশি শঙ্কায় পড়েছেন ক্ষুদ্র গরু ব্যবসায়ীরা।

গাজীপুরের এক ক্ষুদ্র গরু ব্যবসায়ী রফিকুল আলম ভোক্তাকণ্ঠকে জানান, তিনি গরু নিয়ে শঙ্কায় রয়েছেন। অনলাইন গরুর হাটে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘অনলাইনে কি আর হাটের মত বেচা যায়! অনলাইনে অল্পকিছু আর আশেপাশের মানুষ এর বাইরে তো আর কেউ দাম কয় না।’

তিনি আরও বলেন, ‘কোরবানির জন্য পাঁচটা গরু পালছিলাম। এখন পর্যন্ত একটাও বিক্রি হয় নাই।’

দেশজুড়ে লকডাউনে গরু ব্যবসায়ীরা যেমন দুশ্চিন্তায় রয়েছেন তেমন দুশ্চিন্তায় ইজারাদারাও। ঈদের আগে পশুর হাট খুলে না দিলে মরণ ছাড়া গতি নেই বলে জানান এক ইজারাদার।

Related posts:

ঝুঁকিতে পড়েছে কর্ণফুলী শাহ আমানত সেতু
রাজধানীতে তদারকিমূলক অভিযান, পণ্য ক্রয়ে অনিয়ম হলে হটলাইনে অভিযোগ দায়েরের পরামর্শ
পাসওয়ার্ড মনে করিয়ে দেবে ক্রেডেনশিয়াল ম্যানেজার
বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ পাচ্ছে যে সব শিল্প প্রতিষ্ঠান
বন্ধ হচ্ছে না বইমেলা,উল্টো বেড়েছে সময়
ঢাকার প্রতিটি সড়ক সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
টিসিবির ক্রেতাদের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিতের নির্দেশ
২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার পরিকল্পনা
সেবা নিতে এসে যেন হয়রানি শিকার না হয়, ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী
হেঁটে বা সাইকেলে পদ্মা সেতু পার হওয়া যাবে না