আগামী মাসের মধ্যে ৬০ লক্ষ করোনার টিকা আসছে

আগস্ট মাসের মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে টিকার সমস্যা অনেকাংশই কেটে গেছে। ইতোমধ্যে এ মাসেই কোভ্যাক্সের আওতায় ৪৫ লাখ টিকা এসেছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল (৯ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা চিঠি পেয়েছি। চিঠিতে আমাদের জানিয়েছে চলতি মাসের শেষের দিকে বা আগস্ট মাসের শুরুতেই ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আমাদেরকে দেওয়া হবে।’

টিকা আমদানির বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘টিকার বড় চালান আসছে চীন থেকেও। চীন থেকে আমরা আরও টিকা পাব। আশা করছি, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেড় থেকে পৌনে দুই কোটি ডোজ টিকা বাংলাদেশের হাতে আসবে।’

আরও পড়ুনঃ আরও বেশি সিনোফার্মের টিকা কিনতে চায় সরকার