বরিশালে প্রচুর মজুদ থাকার পরেও বাড়ছে পেঁয়াজের দাম

বরিশালে ১০ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুন হয়েছে। আগে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে পাইকরী বিক্রি হওয়া প্রতি কেজি পেঁয়াজ আজ বৃহস্পতিবার বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। বাজারে বিপুল পরিমাণ পেঁয়াজের মজুদ থাকার পরও অযৌক্তিকভাবে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কোন কারণ খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। যদিও দাম বৃদ্ধির নানা অজুহাত দেখাচ্ছেন বেপারী ও আড়ৎদাররা।

আজ বরিশালের পেঁয়াজপট্টিতে গিয়ে দেখা গেছে, আমদানী করা এলসি পেঁয়াজ পাইকরী বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২ থেকে ১ টাকা কমে। যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে।

ক্রেতারা জানান, সীমিত আয়ে এত টাকা দিয়ে পেঁয়াজ কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে সাধারণ মানুষের। অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় প্রয়োজনের চেয়ে পরিমাণে কম কিনছেন তারা। বাজারে প্রচুর মজুদ থাকার পরও অযৌক্তিকভাবে পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। পেঁয়াজসহ অন্যান্য নিত্য পণ্যের লাগামহীন দাম বৃদ্ধি ঠেকাতে সরকারকে কঠোর নজরদারীর আহ্বান জানিয়েছেন তারা।

 

 

 

Related posts:

ভোক্তা অধিকার সংরক্ষণের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
অতঃপর এলপিজি সিলিন্ডারের দাম কমে ৮৪২ টাকা
নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করায় ১১ জেলায় ২৯১ ব্যবসায়ীকে জরিমানা
বাজার তদারকিঃ ৪৩ প্রতিষ্ঠানকে ১.৩৬ লক্ষ টাকা জরিমানা
দেশে পর্যাপ্ত নিত্যপণ্য মজুদ রয়েছে, মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান
‘শুক্রবার থেকে ভোজ্যতেল কেনাবেচায় পাকা রশিদ দিতে হবে’
অনিবন্ধিত ঋণ বিতরণকারী সংস্থা বন্ধের নির্দেশ হাইকোর্টের
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, দুই রেস্টুরেন্টকে জরিমানা
সঞ্চয়পত্রের মুনাফা জমা হচ্ছে না গ্রাহকদের হিসাবে
অধিক মুনাফার প্রলোভন, জমানো টাকা ফেরত পেতে গ্রাহকদের বিক্ষোভ