বিদেশিদের জন্য সীমান্ত খুলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার কারণে দীর্ঘ ২০ মাস পর বিদেশি পর্যটকদের জন্য সোমবার স্থল ও আকাশপথের সীমান্ত খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যাদের পূর্ণ ডোজ টিকা নেওয়া আছে তারাই কেবল দেশটিতে প্রবেশ করতে পারবেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মহামারি করোনার কারণে বিদেশি পর্যটকদের ওপর প্রায় ২০ মাস ধরে বিধিনিষেধ জারি রেখেছিল যুক্তরাষ্ট্র।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশিদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিলেন।

২০২১ সালের ২০ জানুয়ারি জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি ক্ষমতায় এসে তার পূর্বসূরি ট্রাম্পের জারি করা ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ বহাল রাখেন।

নতুন নিয়মে বিদেশিদের টিকাসনদ দেখাতে হবে, ভ্রমণের তিন দিনের মধ্যে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে এবং তাদের সব ধরনের যোগাযোগের তথ্য দিতে হবে। তবে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রত্যাশা, নিয়মিত ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে আসবেন ও দেশের বাইরেও যাবেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে ও বাড়বে তাদের ব্যস্ততা।

 

Related posts:

কর্তৃপক্ষের অবহেলায় অনিয়ন্ত্রিত তরমুজ বাজার
১০ মে’র মধ্যে বেতন পরিশোধের আহ্বান প্রত্যাখ্যান কিছু শ্রমিক সংগঠনের
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য এক কোটি টাকা বরাদ্দ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উপর ১৫ শতাংশ কর আরোপ করায় প্রতিবাদ
এক চুলা ২০০০টাকা ও দুই চুলা ২১০০ টাকা করার প্রস্তাব!
‘ঘরে গিয়ে রান্নাবান্না করুন’ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে উচ্চ আদালত
অর্ধেকে রেমিট্যান্স : ১৭ দিনে এলো ৬৮ কোটি ডলার
বিশ্বে করোনা আক্রান্ত ২৯ কোটি ছাড়ালো, ২৪ ঘণ্টায় ৮ লাখের বেশি
পাঁচ মাসে এডিপি বাস্তবায়নে খরচ ৪৪ হাজার ৬১ কোটি টাকা
করোনার বর্তমান ‘বিধ্বংসী চিত্র’ গত বছরের মতো নয়