সয়াবিন তেলের দাম বাড়িয়ে সিন্ডিকেটকারীদের পুরস্কৃত করা হয়েছে

ভোক্তাকন্ঠ ডেস্ক: সয়াবিন তেলের দাম বাড়িয়ে সিন্ডিকেটকারীদের শাস্তির বদলে পুরস্কৃত করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ।

এর আগে বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন ১৯৮ টাকা ও পাম সুপার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ঈদের আগে সয়াবিন তেল সরবরাহ না করে জনগণের সঙ্গে প্রতারণা করল আমদানি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এবার বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে মূল্যনির্ধারণ অর্থাৎ বাড়িয়ে দিয়ে তাদের পুরস্কৃত করল। সরকার জনগণকে স্বস্তি দিতে যেখানে আমদানি ও উৎপাদন পর্যায়ে শুল্ক প্রত্যাহার করল সেই সুবিধা তো জনগণ পেল না।

 

Related posts:

বাজার তদারকিঃ ৩৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৯৩ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্রে জিএসপি প্লাস সুবিধা পেতে বাধা নেই: বিজিএমইএ সভাপতি
ভোক্তা অভিযোগ কেন্দ্রঃ জেলাভিত্তিক প্রতিবেদন
রাজধানীতে নিষিদ্ধ পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইন বিকিকিনিঃ ভুক্তভোগীরা অভিযোগ করছেন কলসেন্টারে
ভোক্তা অভিযোগ কেন্দ্রঃ জেলাভিত্তিক প্রতিবেদন
রাজধানীর ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধঃ জরিমানা আদায়
বাজার তদারকিঃ ১১৬ প্রতিষ্ঠানকে ৪.৪৬ লক্ষ টাকা জরিমানা
বাজার তদারকিঃ ১৭৬ প্রতিষ্ঠানকে ১২.২২ হাজার টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ বিদেশী ন্যুডলসঃ অভিযোগকারী ভোক্তা পেলেন ১০ হাজার টাকা