রাজধানীতে নিষিদ্ধ পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা, ১৯ জুন বুধবারঃ গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মাসুম আরেফিন এবং আফরোজা রহমান পরিচালিত এক অভিযানে রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজারের দুইটি দোকানে নিষিদ্ধ ঘোষিত বাঘা বাড়ির স্পেশাল ঘি বিক্রি করার প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করা হয়।

সেগুনবাগিচা বাজারের মামা ভাগনে জেনারেল স্টোর ও গাজী জেনারেল স্টোরে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘি বিক্রি হচ্ছিলো। নিষিদ্ধ পণ্য বিক্রি ও মজুদের অপরাধে প্রতিষ্ঠান দু’টিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকার অপরাধে সেগুনবাগিচা বাজারের অপর দুই দোকানকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দল হাতিরপুল কাঁচাবাজারেও অভিযান পরিচালনা করেন, এসময় তাঁরা কোন দোকানে নিষিদ্ধ ঘোষিত পণ্য না পেলেও, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সতর্কতামূলক নয়টি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে চার হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।