‘ভোক্তা-অধিকার শক্তিশালীকরণ কার্যক্রম’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনুদানে পরিচালিত ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্তৃক বাস্তবায়িত ‘ভোক্তা-অধিকার শক্তিশালীকরণ কার্যক্রম’ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভারের আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

ভোক্তা অধিদপ্তরের পক্ষে সভায় অংশগ্রহণ করেন অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার উপবিভাগ) আতিয়া সুলতানা ও সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

ক্যাবের পক্ষে অংশগ্রহণ করেন ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. এম শামসুল আলম, ক্যাবের সাধারণ সম্পাদক ও ভোক্তাকণ্ঠের প্রকাশক এডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, ক্যাবের প্রচার সম্পাদক ও ভোক্তাকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক সাজেদুল ইসলাম, ক্যাবের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহম্মদ একরামুল্লাহ ও ক্যাবের কো-অর্ডিনেটর (গবেষণা) ইঞ্জিনিয়ার শুভ কিবরিয়া।

সভায় ভোক্তাকণ্ঠের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত কার্যক্রম ও বাজেট, ক্যাব কর্তৃক বাজারদর সংগ্রহ, ক্যাবের কল সেন্টারের মাধ্যমে ভোক্তা অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, সারাদেশে ক্যাবের উদ্যোগে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অভিযোগ নিষ্পত্তি বিষয়ক চলমান প্রশিক্ষণ কার্যক্রমকে জোরদারকরণে ভোক্তা অধিদপ্তরের রিসোর্স গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে গত ০৫ সেপ্টেম্বর ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক ড. এম শামসুল আলম ‘ভোক্তা-অধিকার শক্তিশালীকরণ কার্যক্রম’ নিয়ে আলোচনার জন্য ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সামসুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক ‘ভোক্তা-অধিকার শক্তিশালীকরণ কার্যক্রম’ এর আওতায় পরিচালিত কার্যক্রম সম্পর্কে ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতির নিকট তার পর্যালোচনা শেয়ার করেন।

ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আলোচিত বিষয়গুলো সম্পর্কে ক্যাবের সংশ্লিষ্ট সকলকে অবহিত করা ও আলোচনার জন্য ক্যাব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মধ্যে একটি সভার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে সভাটি সাভারের আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজনের প্রস্তাব দেন।

সে সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সামসুজ্জামান অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার উপবিভাগ) আতিয়া সুলতানাকে সভার জন্য মনোনীত করেন।

Related posts:

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ সুপারিশ ক্যাবের
চট্টগ্রামে উন্মুক্ত স্থানে ইফতারী বিক্রি বন্ধ না হওয়ায় ক্যাবের ক্ষোভ
অবৈধ সিন্ডিকেট ভাঙা ও পৃথক ভোক্তা মন্ত্রণালয় গঠনের দাবিতে ক্যাবের মানববন্ধন
কেন্দ্রীয় কমিটির সাথে ক্যাব ঝিনাইদহের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের গণশুনানীতে ক্যাবের প্রশ্ন
'প্রতিটি পর্যায়ে সিন্ডিকেট রয়েছে'
রমজানে বাজার স্থিতিশীল রাখার দাবিতে ক্যাব চট্টগ্রামের রিকশা মিছিল
অতিমুনাফা লাভে বেপরোয়া অসাধু ব্যবসায়ীরাঃ আইন মানার তোয়াক্কাই নাই: নাজের হোসাইন
জ্বালানী তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আমলাতান্ত্রিক, রাজনৈতিক নয়: ক্যাব সভাপতি
ভেজাল রুখতে হলে সচেতনতার বিকল্প নেই