অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, এলসন গ্রুপকে ৩ লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এলসন গ্রুপকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় কিছু ভেজাল খাবার ধ্বংস করা হয়।

সোমবার দুপুরে উপজেলার কাঁচপুরের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

তিনি জানান, দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন সোনারগাঁওয়ে কাঁচপুর বিসিক এলাকায় কোম্পানীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকলেট উৎপাদন হচ্ছিল। সেখানে উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। এসব কারণে তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। তাছাড়া আগামী এক মাসের মধ্যে এ কোম্পানীর উৎপাদন পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরনের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশের একটি টিমসহ অন্যান্যরা।