কাঁচপুরে ২ ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা ও একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোশাররফ হোসেন জানান, উপজেলার কাঁচপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের ১০ দফা নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাচঁপুর জেনারেল হাসপাতালকে এক লাখ, কাচঁপুর মর্ডাণ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও শুভেচ্ছা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

অভিযানের খবরে কাঁচপুরের অ্যাপোলো হাসপাতাল তালাবন্ধ করে পালিয়ে যায় নার্স, ডাক্তার ও মালিকপক্ষ। এ সময় ভবন মালিককে এ হাসপাতাল না খুলতে দিতে নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের সঠিক কাগজপত্র, সনদসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে নিকট দাখিল করতেও নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

সে সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোশাররফ হোসেন ও সোনারগাঁও থানার পুলিশ সদস্যরা।